Logo

খেলাধুলা    >>   ভিনির হ্যাটট্রিক রিয়ালকে নতুন রেকর্ডে, ব্রাজিল ছাড়িয়ে গেল আর্জেন্টিনাকে

ভিনির হ্যাটট্রিক রিয়ালকে নতুন রেকর্ডে, ব্রাজিল ছাড়িয়ে গেল আর্জেন্টিনাকে

ভিনির হ্যাটট্রিক রিয়ালকে নতুন রেকর্ডে, ব্রাজিল ছাড়িয়ে গেল আর্জেন্টিনাকে

রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্সে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৫-২ গোলে জিতেছে রিয়াল। প্রথমে ২-০ গোলে পিছিয়ে পড়া রিয়ালকে এগিয়ে নিতে ভিনির প্রথম হ্যাটট্রিক ছিল প্রধান ভূমিকা। এটি চ্যাম্পিয়নস লিগে তাঁর প্রথম হ্যাটট্রিক। ভিনিসিয়ুস চ্যাম্পিয়নস লিগের ১০৪তম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের স্বাদ পেলেন।

এই হ্যাটট্রিকের মাধ্যমে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগে মোট ১৫টি হ্যাটট্রিক নিয়ে বার্সেলোনাকে (১৪টি) ছাড়িয়ে গেছে। রিয়ালের হয়ে ৬ খেলোয়াড় মিলে এই ১৫টি হ্যাটট্রিক করেছেন, যেখানে বার্সার ৭ খেলোয়াড় করেছেন ১৪টি। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ, তাদের ১২টি হ্যাটট্রিক।

জাতীয়তার ভিত্তিতে, ব্রাজিলের খেলোয়াড়রা চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ২২টি হ্যাটট্রিক করেছেন, আর্জেন্টিনার খেলোয়াড়রা করেছেন ১২টি। ব্রাজিলের ১৫ জন খেলোয়াড় মিলে এই রেকর্ড গড়েছেন।

ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি দুজনই চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৮টি করে হ্যাটট্রিক করেছেন, মেসির সবগুলো বার্সেলোনার হয়ে আর রোনালদোর ৭টি রিয়ালের হয়ে এবং ১টি জুভেন্টাসের হয়ে। রবার্ট লেভানডফস্কি ৬টি হ্যাটট্রিক করে দ্বিতীয় স্থানে আছেন।

চ্যাম্পিয়নস লিগে ১৯৯২-৯৩ মৌসুম থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ভিনিসিয়ুসের হ্যাটট্রিকটি ছিল মোট ১৫০তম।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert